বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আটারই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আলম ওই গ্রামের কাদের মোড়লের ছেলে।
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে তালা সদর ইউনিয়নের বারুইহাটী সরকার পাড়ায় ঘুমন্ত শিশুকে বাড়িতে একা রেখে মা-বাবা পাশের বাড়িতে টেলিভিশনে লটারি খেলা দেখতে গিয়েছিলেন। এ সুযোগে পার্শ্ববর্তী আটারই গ্রামের আলীম মোড়ল ঐ শিশুকে ধর্ষণ করে। তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতাল, ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে জানান, মামলা রেকর্ড করে ধর্ষক আলীম মোড়লকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ