বুধবার (২৬ এপ্রিল) ভোরে উজিরপুরের গাজীরপাড় এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হন।
আহতরা হলেন পারভীন (৩৫) ও তার স্বামী আকবর বেপারী (৫৫), বকুল বেপারী (৪০) ও তার স্বামী আবুল বেপারী (৫০), হারুন বেপারী (৬০), তানিয়া (২৯) ও মিন্টু বেপারী (৩৬)।
এর মধ্যে বকুল বেপারীর অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন।
অপরদিকে, বাবুগঞ্জের ভূতুরদিয়ায় পৃথক মারামারির ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়।
তারা হলেন নাছিমা বেগম (৪০) ও তার ছেলে ইলিয়াস (১৮), আলআমিন (২৫) ও রুম্মান (২৮)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
এছাড়াও উজিরপুরের পাংশা এলাকায় রোজিনা আক্তার (২৬) নামে এক নারী প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/ওএইচ/আইএ