বুধবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার চান্দামারী এলাকার একটি বাশঁঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তহিদুল ইসলাম ওই এলাকার মহিম উদ্দীন হাজীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতের খাবার খেয়ে তহিদুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
পঞ্চগড় থানার সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
ওএইচ/জেডএস