বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সাদুল্যাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের কাগজপত্র জমা ও প্রাথমিক যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মবিনুল হক জুবেল বাংলানিউজকে জানান, সাদুল্যাপুরের ৯৬ জন ব্যক্তি মুক্তিযোদ্ধার তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করেছেন।
আবেদন পত্র গ্রহণ ও যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন- সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহ্সান হাবীব, সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসআই