বুধবার (২৬ এপ্রিল) দুপুরে শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ এলাকার মোশারফ তালুকদারের বাড়ি থেকে দেশীয় অস্ত্র তৈরির সময় তাদের আটক করা হয়। এ সময় টেঁটা, ঢাল ও ঢাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার চরস্বর্ণঘোষ গ্রামের আইয়ুব আলী আকনের ছেলে নান্নু আকন (৩৮) ও সুন্দিসার গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে খলিল খান (৪০)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ এলাকার মোশারফ তালুকদারের বাড়িতে দেশীয় অস্ত্র তৈরি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে নান্নু আকন ও খলিল খান নামে ২ জনকে আটক করে। এ সময় ১০টি টেঁটা, ১২টি ঢাল ও ঢাল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ