৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা-ছবি: বাংলানিউজ
ধামরাই: পলিথিন ব্যাগ বিক্রি করার দায়ে ধামরাইয়ের কালামপুর বাজারের পাঁচ মুদি দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে পরিবেশ অধিদপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মোছাদ্দেক মেহেদির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মোছাদ্দেক মেহেদি বাংলানিউজকে বলেন, বিকেলে কালামপুর বাজারে অভিযান চালানো হয়।
এসময় পলিথিন ব্যাগ বিক্রি করার দায়ে মেসার্স হাজী রফিকুল ইসলাম স্টোরের মালিককে ৬ হাজার টাকা, সাইমন বেকারির মালিককে ৩ হাজার, শরিফুল স্টোরের মালিককে ৪ হাজার, নাজমুল স্টোরের মালিককে ৬ হাজার ও সোলাইমান স্টোরের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পলিথিন ব্যাগগুলো জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।