ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের সময় ২ জনকে জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বাল্যবিয়ের সময় ২ জনকে জেল-জরিমানা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে দেওয়ার সময় দু’জনকে আটক করে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে মেয়ের বাবা উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিপুল করকে দশ হাজার টাকা জরিমানা ও ছেলে মোল্লাপাড়া গ্রামের আদিত্য সরকারের ছেলে অমর সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজী তারিক সালমন তাদের এ দণ্ড দেন বলে বাংলানিউজকে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ওসি জানান, নিপুল করের মেয়ে নিলীমা কর বারপাইকা স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। বুধবার তাকে অমর সরকারের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ইউএনও গিয়ে মেয়ের বাবা নিপুল ও ছেলে অমরকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিপুলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অমরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।