বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বন্দর এলাকা থেকে মাদক বেচাকেনার অভিযোগে তাদের আটক করা হয়।
মামলার অপর আটক আসামিরা হলেন- গৌরনদী পৌর এলাকার চরগাদাতলী এলাকার সেকান্দার আলী সরদারের ছেলে বিপ্লব সরদার (২৬) এবং উত্তর পালদী গ্রামের মৃত আইউব আলী খানের ছেলে মাহাবুব খান (৩৬)।
অপরদিকে আটক প্রকৌশলী মঈনুল আজম যশোর জেলার পূর্ব বারন্দী এলাকার মৃত আব্দুর রবের ছেলে। তিনি গৌরনদী উপজেলায় কর্মরত থেকে পৌর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বন্দর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় প্রকৌশলী মঈনুল আজম এবং বিক্রেতা বিপ্লব ও মাহাবুবকে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়।
এদিকে আটকের বিষয়টি এখনও না জানলেও মইনুল আজম নামে একজন উপ-সহকারী প্রকৌশলী গৌরনদীতে দায়িত্বরত বলে জানিয়েছেন এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/এএটি/এএ