ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে দুই গাঁজা বিক্রেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
পটুয়াখালীতে দুই গাঁজা বিক্রেতা কারাগারে

পটুয়াখালী: পটুয়াখালী বাউফল ও কুয়াকাটায় গাঁজাসহ আটক এক নারী ও যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান ও মিরাজুল ইসলাম কালাইয়াবন্দর সংলগ্ন বড় ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ শিরিন আক্তারকে আটক করেন।

গাঁজা বিক্রির সঙ্গে তার স্বামী সাগর সিকদার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন শিরিন।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এসআই আবুল হোসেন।

অপরদিকে পটুয়াখালীর কুয়াকাটার কালাচানপাড়া থেকে ৫ কেজি গাঁজাসহ নুশে (৩৮) নামে রাখাইন এক যুবককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।