ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় লরি চাপায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সোনারগাঁওয়ের আফিয়া সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি পাম্পের সামনে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির লরি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা লরির চালক ও হেলপারকে আটক করে পুলিশে খবর দেয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।