ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

দশমিনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
দশমিনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ম্যাপ

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক দু’টি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শিশু দু’টি হলো- উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের মো. আব্দুল খালেকের শিশু সন্তান হাসান (২) ও বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মো. নয়নের মেয়ে সানজিদা (১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উভয়ই নিজ নিজ বাড়ির পাশের পুকুরে সবার অগোচরে পড়ে যায়।

অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে।  

পরে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।