বুধবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বামনা উপজেলার কাকচিড়া গ্রামের এমাদুল ও শামীম।
ফুলঝুড়ি ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাফ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফুলঝুড়ি খেয়াঘাটে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩০ হাজার রেণুপোনাসহ ওই দু’জনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরবি/