এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক হন কোম্পানীগঞ্জ উপজেলার ধলই গাঁওয়ের মঙ্গাই মিয়ার ছেলে মো. শামছুল ইসলাম (৪০) ও একই গ্রামের মৃত আ. মুতলিবের ছেলে সাজেদুল হক (৪৫)।
র্যাবের মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসপি পীযূষ চন্দ্র দাসের নেতৃত্বে ওই এলাকার আয়েশা ফাস্ট ফুড সংলগ্ন পাকা রাস্তার ১৭৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের ফেনসিডিলের চালানসহ মামলার মাধ্যমে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এনইউ/এমজেএফ