দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কোনাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুর রহমান (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান উপজেলার মরিচা ইউনিয়নের কোনপাড়া গ্রামের মো. নুরুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার কাজ করছিলেন আব্দুর রহমান।
কাজ করার সময় অসাবধানতাবশ বৈদ্যুতিক তারের সাথে স্পর্শে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বীরগঞ্জ মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।