ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ডাকাতের হামলায় আনসার সদস্যসহ আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
কেরানীগঞ্জে ডাকাতের হামলায় আনসার সদস্যসহ আহত ৪

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে দুই আনসার সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

আহতরা হলেন-  আনসার সদস্য মাসুদ রানা (৩০) বোরহান (৩০), নিরাপত্তাকর্মী মাহাতাব আলী (৩০) ও শাওন (২৫)।

আহত আনসার সদস্য বোরহান চিকিৎসারত অবস্থায় বাংলানিউজকে বলেন, রাতে তারা চুনকুঠিয়া এলাকায় সিগারেট কোম্পানির গোডাউনের সামনে পাহারায় ছিলাম। মহাখালী থেকে একটি কভার্ডভ্যান মালমাল নিয়ে চুনকুঠিয়া গোডাউনে রাখতে আসে। এ সময় ১২ জনের একদল ডাকাত তাদের ওপর হামলা করে। এতে আমরা গুরুতর আহত হই। এরপর ডাকতারা কভার্ডভ্যান থেকে বেশ কিছু মালমাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

তিনি জানান, চুনকুঠিয়া এলাকায় একটি গোডাউনের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এজেডএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।