জঙ্গি আস্তানা থেকে এক নারীকে নিয়ে বের হলো অ্যাম্বুলেন্স!
শিবগঞ্জের শিবপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরের জঙ্গি আস্তানা থেকে বের হলো একটি অ্যাম্বুলেন্স। সেখানে দেখা গেছে আহত এক নারীকে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার কিছু আগে এই অ্যাম্বুলেন্স বের হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, আহত নারীর নাম সুমাইয়া (৩৫); তিনি জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুর স্ত্রী।
ভেতরে এখন অভিযান শেষের পথে। এরপরই হবে ব্রিফ, এমনটাই জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসএস/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।