ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে প্রাইভেটকার-পিকআপ ভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
নবীগঞ্জে প্রাইভেটকার-পিকআপ ভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাহির মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেটকার চালক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে পাবনা থেকে শেরপুরগামী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান ও সিলেট থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাহির ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। আহতদের মধ্যে তাহিরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং প্রাইভেটকার চালককে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তাহিরের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।