ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর পৌর মেয়রের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর পৌর মেয়রের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নব-নির্বাচিত পৌর মেয়র মো. আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ বিশেষ মোনাজাত করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খানসহ জেলা এবং মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।