রাজবাড়ী: খোলা জায়গায় খাবার বিক্রির দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কিশোর অধিকারী নামে এক সিঙ্গারা-পুরির দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার এ জরিমানা করেন।
ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় খোলা জায়গায় সিঙ্গারা-পুরি বিক্রি করছিলেন পলাশ।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এইচ এম রকিব হায়দার ভোক্তা অধিকার আইনে তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।