ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কানে হেডফোন, অতঃপর ট্রেনের ধাক্কায় মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
কানে হেডফোন, অতঃপর ট্রেনের ধাক্কায় মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটের উত্তর দিকে রেললাইনে ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল ইসলাম বিষয়টি জানান।

 

তিনি বাংলানিউজকে বলেন, কমলাপুর থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়। ঘটনার সময় তার কানে হেডফোন ছিলো।  

মিজানুর পেশায় ব্যবসায়ী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।