মৃতরা হলেন- সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের মৃত আফতার আলী মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪৫) ও পাশ্ববর্তী কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে রাহাত মোল্লা (১৪)।
বাচ্চু মিয়ার বড় ভাই ইউপি সদস্য ফরিদ হোসেন জানান, বোরো ধানক্ষেত পরিচর্যার সময় বাচ্চু ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. হাসান।
ওজোপাডিকো’র ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ধানক্ষেতে বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা তার ছিঁড়ে যায়। দুই কৃষক কাজে গিয়ে ওই তারে জড়িয়ে মারা গেছেন বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএস/আরআর/এএ