বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে বরগুনার বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাট সরেজমিন পরিদর্শন করেন তারা।
এসময় তিনি বাংলানিউজকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফেরির ইজারাদার মো. ফয়সাল ও প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে ঘুষ দাবি, কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাত সংক্রান্ত বিষয়ে বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র দিলে জেলা প্রশাসন দুদকের কাছে বিষয়টি হস্তান্তর করেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ