ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বরগুনায় দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বরগুনায় দুদক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বরগুনায় দুদক

বরগুনা: ফেরির ইজারাদারের কাছে ঘুষ দাবি, ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে ঘাট ও ফেরির কাজ না করিয়ে বছরের পর বছর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বরগুনায় এসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী কার্যালয়ের একটি দল।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে বরগুনার বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাট সরেজমিন পরিদর্শন করেন তারা।

এসময় তিনি বাংলানিউজকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফেরির ইজারাদার মো. ফয়সাল ও প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে ঘুষ দাবি, কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাত সংক্রান্ত বিষয়ে বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র দিলে জেলা প্রশাসন দুদকের কাছে বিষয়টি হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।