মাদারীপুর: মাদারীপুরে বাসের চাপায় খোকন কির্ত্তনীয়া (২০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি রাজৈর উপজেলার সুতারকান্দি পূর্বপাড়া এলাকার রমেশ কির্ত্তনীয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নয়াকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বাংলানিউজকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নয়াকান্দি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন খোকন।
এসময় যশোরগামী চালকাদার পরিবহনের একটি বাস খোকনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।