ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় নারীসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় নারীসহ আটক ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের হাত থেকে জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন নারীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার বাকুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পলাতক জামায়াত নেতা আতোয়ার রহমানের স্ত্রী মোছা. মুন্নী আরা বেগম (৩৮), সদর ইউনিয়নের বাকুয়া উত্তরপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে রুহুল আমিন (৩২), একই গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলাম (৪৮), আজগর আলীর স্ত্রী মিছা বেগম (৪৫) ও শহিদুল ইসলামের স্ত্রী মোছা. শিরিনা বেগম (৪২)।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা ২১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উল্লাপাড়া উপজেলা জামায়াতের শীর্ষ নেতা আতাউর রহমান। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে বাকুয়া গ্রামের নিজ বাড়ি থেকে আতাউর রহমানকে গ্রেফতার করে পুলিশ। আতাউরকে থানায় আনার সময় তার স্ত্রী মুন্নীর নেতৃত্বে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় আতাউরকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ বাদী হয়ে জামায়াত নেতার স্ত্রীসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ভোরে বাকুয়া গ্রামে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয় এবং আতাউরের থাকা হ্যান্ডকাপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।