ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

আস্তানা থেকে উদ্ধার নারী ও শিশু চাঁপাই হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আস্তানা থেকে উদ্ধার নারী ও শিশু চাঁপাই হাসপাতালে আস্তানা থেকে উদ্ধার নারী ও শিশু চাঁপাই হাসপাতালে

শিবগঞ্জের শিবনগর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার এক নারী ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এরআগে বিকেল ৫টার কিছু আগে এবং ৫টা ২০ মিনিটে দুটি অ্যাম্বুলেন্স বের হয়।

সেখানে প্রথমটিতে দেখা গেছে আহত এক নারীকে। তার নাম সুমাইয়া (৩৫)। তিনি জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুর স্ত্রী বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

দ্বিতীয় অ্যাম্বুলেন্সে ছিল এক শিশু। তবে সে নূরে মাবিয়া নূরী (০৭) নাকি সুরাইয়া ইসলাম (০৫) সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অ্যাম্বুলেন্সে সে বসা ছিল।

ভেতরে অভিযান প্রায় শেষ। এখনই হবে ব্রিফ, এমনটাই জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন:
এক নারী ও শিশুকে নিয়ে বের হলো দুটি অ্যাম্বুলেন্স
জঙ্গির স্ত্রী সুমাইয়াকে নিয়ে বের হলো অ্যাম্বুলেন্স!
বাতাসে বারুদের গন্ধ
জঙ্গি আবুকে ফের আত্মসমর্পণের আহ্বান
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় বোম্ব ডিসপোজাল ইউনিট
জঙ্গি আস্তানায় ফের গুলির আওয়াজ

অপারেশন ‘ঈগল হান্ট’, ঘটনাস্থলে দুই ডোম
১৪৪ ধারা জারির পরও উৎসুক জনতার ভিড়
দ্বিতীয় দফায় শুরুর অপেক্ষায় অপারেশন ঈগল হান্ট
অপারেশন ‘ঈগল হান্ট’ ফের সকালে

চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ

মায়ের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি জঙ্গি আবু
চাঁপাইয়ে জঙ্গি আস্তানার দায়িত্ব সোয়াটের হাতে
হেলিকপ্টারে এলো সোয়াট, রাতে অভিযান​

হেলিকপ্টারে যাচ্ছে সোয়াট
ব্যবসায়ী পরিচয়ে বাড়ি ভাড়া নেয় জঙ্গি রফিকুল
চাঁপাইয়ের জঙ্গি আস্তানায় যাচ্ছে সোয়াট
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

জঙ্গি আবু’র এমন পরিণতি চাননি মা

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।