ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ইফতার-তারাবি-সেহরি থাকবে লোডশেডিং মুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ইফতার-তারাবি-সেহরি থাকবে লোডশেডিং মুক্ত ইফতার/ফাইল ফটো

ঢাকা: আসন্ন রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় কোনো লোডশেডিং থাকবে না। কোনো কারণে লোডশেডিং করতে হলে আগে থেকেই জানাতে হবে। সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
 
সচিব বলেন, ইফতার ও সেহরি লোডশেডিং মুক্ত করতে প্রয়োজনে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।


 
রমজান মাসে পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেসিন, ওভেন, আয়রনের দোকানসহ অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা, ইফতার ও তারাবির সময় এসি ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনে ব্যবস্থা গ্রহণ, হলিডে স্ট্যাগারিং কার্যক্রম জোরদার এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন বিদ্যুৎ সচিব।
 
এছাড়া বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহ বাড়ানো, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ রাখার অহ্বান জানান তিনি। সচিব বলেন, কোনো এলাকায় লোডশেডিং করতে হলে লোডশেডিং সম্পর্কে গ্রাহককে আগেই অবহিত করতে হবে।
 
বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখা, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদারেরও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
 
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।