শুক্রবার (১৮ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে তারা ওই বাড়িতে প্রবেশ করেন।
বাড়িতে কোনো বিস্ফোরক রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখেছেন তারা।
এদিকে, প্রশাসন চাইলে ময়নাতদন্তের পর ছেলে রফিকুল ইসলাম ওরফের আবুর মরদেহ নিতে চান তার মা ফুলসানা বেগম। সকালে সাংবাদিকরা তার বাড়িতে গেলে ফুলসানা বেগম ছেলের মরদেহ দাফনের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা জানান।
তবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগে মরদেহ উদ্ধার করা হবে। এরপর ময়নাতদন্ত। তার পরই মরদেহ হস্তান্তর এবং দাফনের প্রশ্ন।
সেই ক্ষেত্রে যদি তার মা আবুর মরদেহ নিতে চান তা পরে বিবেচনা করা হবে। তার সময় এখনও আসেনি বলেও তিনি জানান।
পুলিশ সুপার বলেন, অপারেশন ‘ঈগল হান্ট’ শেষ করেছে স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট)। তবে পুলিশের অভিযান এখনও শেষ হয়নি। মরদেহ উদ্ধারের পর ওই বাড়িটি তল্লাশি করা হবে। কোথাও কোনো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা তা খুঁজে দেখা হবে। এরপর অস্ত্র পাওয়া গেলে তা উদ্ধার এবং বিস্ফোরক পাওয়া গেলে তা নিষ্ক্রিয় করা হবে। মূলত এরপর নিরাপদ মনে হলেই বাড়িটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় অপারেশন ‘ঈগল হান্ট’ সমাপ্ত করে সোয়াট। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করা হয়।
এতে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন সাংবাদিকদের জানান, অপারেশন ঈগল হান্টে রফিকুল ইসলাম আবুসহ চার জঙ্গি নিহত হয়েছেন। চারজনই পুরুষ। তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা গেছেন।
অভিযানের সময় আবুর পাঁচ বছরের শিশুকন্যা সুরাইয়া ইসলাম সাজেদা ও স্ত্রী সুমাইয়া ইসলামকে (৩৫) জীবিত উদ্ধার করা হয়। এ পর্যন্ত চলা অভিযানে কোথাও জীবিত কাউকে উদ্ধার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন।
তিনি জানান, নিহতের মধ্যে একজন জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু (৩৭)। বাকিরা তার সহযোগী। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ। মরদেহগুলো এখন আস্তানার ভেতরে রয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে তা উদ্ধার করা হবে।
বর্তমানে শিবনগর ও ত্রিমোহনী এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
আরও পড়ুন:
অপারেশন ‘ইগল হান্ট’ সমাপ্ত, ৪ জঙ্গি নিহত
এক নারী ও শিশুকে নিয়ে বের হলো দুটি অ্যাম্বুলেন্স
জঙ্গির স্ত্রী সুমাইয়াকে নিয়ে বের হলো অ্যাম্বুলেন্স!
বাতাসে বারুদের গন্ধ
জঙ্গি আবুকে ফের আত্মসমর্পণের আহ্বান
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় বোম্ব ডিসপোজাল ইউনিট
জঙ্গি আস্তানায় ফের গুলির আওয়াজ
অপারেশন ‘ঈগল হান্ট’, ঘটনাস্থলে দুই ডোম
১৪৪ ধারা জারির পরও উৎসুক জনতার ভিড়
দ্বিতীয় দফায় শুরুর অপেক্ষায় অপারেশন ঈগল হান্ট
অপারেশন ‘ঈগল হান্ট’ ফের সকালে
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ
মায়ের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি জঙ্গি আবু
চাঁপাইয়ে জঙ্গি আস্তানার দায়িত্ব সোয়াটের হাতে
হেলিকপ্টারে এলো সোয়াট, রাতে অভিযান
হেলিকপ্টারে যাচ্ছে সোয়াট
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসএস/জিপি/বিএস