শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ আহ্বান জানায়।
মানববন্ধনে বক্তরা বলেন, অকাল বন্যায় হাওরাঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে।
এ অবস্থায় হাওরাঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকারি-বেসরকারি সাহায্যের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে হাওরের ফসল ইরি-বোরো ধান বন্যার হাত থেকে রক্ষা করতে স্থায়ীভাবে নদী-নালা খনন, নদীর তীরে বাঁধ নির্মাণ, সব ঋণ মওকুফ, হাওর অঞ্চল বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ দশ দফা দাবি তুলে ধরা হয়।
এমময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি হাজি সোলায়মান, সাধারণ সম্পাদক বিমল কুমার, সহ সভাপতি আতাউর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমসি/এএ