বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাতে তাকে নলছিটি থানাধীন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক মো. হারুন মিয়া (৪৫) পেশায় একজন ব্যবসায়ী ও নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকার মো. মোসলেম মিরার ছেলে।
র্যাবের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে জানানো হয়, র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও রিভলবারের তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএস/আইএ