শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
শিশুর পরিবার জানান, শিশুটির বাবা রিকশাচালক, বৃহস্পতিবার সকালে তিনি রিকশা নিয়ে বেরিয়ে যান। পরে মা শিশুটিকে বাসায় একা রেখে বাজারে যান। এ সময় পাশের বাসার রিকশাচালক মনির (৩০) শিশুটিকে একা পেয়ে বাসায় ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
এর কিছুক্ষণ পর শিশুটির মা বাসায় ফিরে দরজা বন্ধ দেখে দরজায় ধাক্কা ও ডাকাডাকি করেন। এ সময় মনির পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে দেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন তুহিন বাংলানিউজকে জানান, অভিযুক্ত মনিরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এজেডএস/এসআরএস/এমজেএফ