সোমবার (২৫ এপ্রিল) রাতে সোনারগাঁয় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ধর্ষিতার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, উপজেলার কাঁচপুর এলাকার মালেক জুটমিলে তিনি ও তার মেয়ে চাকরি করেন। একই মিলে নীলফামারী জেলার পঞ্চপুকুর জুম্মাপাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে সোহেল রানাও চাকরি করেন। চাকরির সুবাদে তার মেয়ের সঙ্গে সোহেল রানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার রাত ৮টার দিকে সোহেল রানা তার মেয়েকে বেড়ানোর কথা বলে কাঁচপুর চেঙ্গাইন এলাকায় নিয়ে যান। পথে তাদের সঙ্গে যোগ দেন সোহেল রানার আরও দুই বন্ধু। পরে সোহেলসহ দুই বন্ধু মিলে একটি নির্জন জাগায় নিয়ে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। পরে সোহেল তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বাংলানিউজকে বলেন, গণধর্ষণের বিষয়ে একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ওএইচ/বিএস