এ লক্ষ্যে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে শহরের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন।
আরও বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহা পরিচালক হাসিবুজ্জামান, ফায়ার সার্ভিস প্রতিনিধি উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান ঝান্ডা, কলকারখানা মালিক পক্ষের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি আবুল কালাম প্রমুখ।
আলোচনা সভার আগে সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নেতৃত্বে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমএস/আইএ