ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
বরিশালে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন

বরিশাল: ‘ঝুঁকিমুক্ত কর্মস্থল শ্রমিকের মনোবল, শোভন কর্ম পরিবেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানে বরিশালে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে।

এ লক্ষ্যে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে শহরের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন।

আরও বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহা পরিচালক হাসিবুজ্জামান, ফায়ার সার্ভিস প্রতিনিধি উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান ঝান্ডা, কলকারখানা মালিক পক্ষের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি আবুল কালাম প্রমুখ।

আলোচনা সভার আগে সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নেতৃত্বে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।