‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোসও হয়’ এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বরিশাল আদালত প্রাঙ্গন থেকে জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আদালত প্রাঙ্গনে শেষ হয়।
র্যালিতে সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় স্পেশাল বিচারক দিলীপ কুমার ভৌমিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের, জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন আদালতের বিচারকরা ও আইনজীবী সমিতির সদস্য এবং সরকারি-বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিস উদ্দিন শহিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমএস/ওএইচ/