শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয় এ মেলা। চলবে শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত।
উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এস এম ইমামুল হক।
এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. কামাল আহমদ, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের পরিচালক ডা. তপন কুমার বিশ্বাস, পুষ্টিবিদ ফাহমিদা করিম, পুষ্টিবিদ কানিজ আফসানা, রুথ হালদার, মার্জিয়া রহমান সহ সংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, মেলার স্টল থেকে জনসাধারণের মধ্যে পুষ্টি ও খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে, জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে জ্ঞান বাড়িয়ে দেওয়া, পুষ্টি সম্পর্কে ভুল ধারণা, ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস ও কুসংস্কার প্রভৃতি সম্পর্কে জানানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমসি/এএটি/এএ