ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
কুড়িগ্রামে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা

কুড়িগ্রাম: জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা পর্যায়ে সংগীত, নৃত্য, আবৃতি ও অভিনয় বিষয়ে ১২টি ইভেন্টে অংশ নিয়েছে ২ শতাধিক প্রতিযোগী।

শুক্রবার (২৮ এপ্রিল) বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কুড়িগ্রাম শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রচ্ছদ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান চাঁদ, জেলা পরিষদ সদস্য মাহাবুবা বেগম লাভলি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।