শুক্রবার (২৮ এপ্রিল) বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কুড়িগ্রাম শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রচ্ছদ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান চাঁদ, জেলা পরিষদ সদস্য মাহাবুবা বেগম লাভলি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসআরএস/এমজেএফ