শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল অবহিতকরণ শীর্ষক কর্মশালায় মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পুরস্কার হিসেবে তাদের বছরে প্রণোদনা হিসেবে অতিরিক্ত এক মাসের বেতন দেওয়া হবে।
সচিবালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত সব ডির্পামেন্টের একজন করে কর্মকর্তা কর্মচারী ইতিবাচক বিভিন্ন কাজের জন্য ক্যাটাগরি ভিত্তিক এ পুরস্কার পাবেন।
জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আরেফিন।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখারুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল অমিন, জেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসার এম আর খান, আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অলোক বোস, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী খায়রুল আলম প্রমুখ।
মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএ