শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রাজিব মজুমদার বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা-সুরেশ্বর-ওয়াপদা রুটের ‘মর্নিং সান-১’ নামের একটি লঞ্চ ঘাটের পশ্চিম দিকে বাঁধা যাত্রীবোঝাই বাসেদ মিয়ার ট্রলারকে ধাক্কা দেয়।
লঞ্চঘাটের ইজারাদার দীল মোহাম্মদ কোম্পানি বাংলানিউজকে জানান, লঞ্চটি আমাদের ঘাটে নিয়মিত আসা-যাওয়া করে। লঞ্চের ইঞ্জিনে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ কর্তৃপক্ষ ট্রলার মালিককে ক্ষতিপূরণ দিয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি/জেডএস