শনিবার (২৯ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জে রাজউক কর্তৃক ১৬ মৌজার জমি অধিগ্রহণের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি এসময় বলেন, আপনাদের প্রতিবাদ অত্যন্ত শান্তিপূর্ণ।
উপজেলার তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন- ঢাকা জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন খোকন, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, যুবলীগ নেতা শফিউল আযম খান বারকু ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, রাজউকের হাত থেকে জমি রক্ষায় আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই