শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের কালামপুর আদর্শ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাকত ওই গ্রামের জাবেদের ছেলে।
সাকতের মামা সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সাকতকে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পাশের বংশী নদীতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। এ অবস্থায় সাকতকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/