শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাহেদা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, উজান বোচাগাড়ী গ্রামের আব্দুল আজিজের সেচ পাম্প থেকে অবৈধভাবে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আব্দুল কুদ্দুস বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের টানা লাইন দিয়ে তার দোকানে সংযোগ নেয়। বিদ্যুৎ সংযোগের টানা লাইনটি আনোয়ারের বাড়ির আঙিনার ওপর দিয়ে নেওয়া হয়। সন্ধ্যায় হঠাৎ লাইনটি আনোয়ারের আঙিনায় হেলে পড়ে। এসময় হেলে পড়া বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহেদার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/