ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর ‍মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর ‍মৃত্যু

ঢাকা: রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৪০) নামে  এক নারীর মৃত্যু হয়েছে।শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টায় দিকে দুর্ঘটনাটি ঘটে। সুফিয়া বেগমের স্বামীর নাম সাইফুল ইসলাম। তাদের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার ঘাটাইমারি গ্রাম।

সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে তারা লালমনিরহাট থেকে গাবতলী বাসস্ট্যান্ডে এসে নামেন। এ সময় সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রিবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তার স্ত্রী।

তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সুফিয়া ৬ সন্তানের জননী বলে জানান সাইফুল। তারা দক্ষিণখানে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য ঢাকায় এসেছিলেন।

ঢামেক পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান ময়নাতদন্তের জন্য লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।