ঢাকা: রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরের বটতলা ঈদগা মাঠ সংলগ্ন ময়লার স্তুপ থেকে ১ দিন বয়সী এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
শনিবার (২৯শে এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে রাতে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ময়লার স্তূপ থেকে প্রিন্টের কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নবজাতকের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ তাকে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।