ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আ'লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
লক্ষ্মীপুরে আ'লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা আহত আওয়ামী লীগ নেতা; ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। 

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ নেতাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, এবং পরে ‍উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আওয়ামী লীগ নেতা ফজলুল জকসিন বাজারের আমিনের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় দেলোয়ার নামের স্থানীয় এক যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার হাত, পা, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে পৃথক ঘটনায় একই সময় সদর উপজেলার চরমনসা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।  

এতে নারীসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ জানান, আওয়ামী লীগ নেতাকে কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তবে হাসপাতালে মারামারির ঘটনায় জাফর ও জসিম নামের দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।