শনিবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ অডিটরিয়ামে সপ্তক গৃহায়ন লিমিটেডের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে ছিল এমন বর্ণিল আলোর খেলা।
ঢাকা: আয়োজনের মধ্যে আকস্মিক নিভে গেল সব আলো, ভর করলো নিস্তব্ধতাও। এরপর আচমকাই শুরু আলো-আঁধারির খেলা। আঁধার ভেদ করে উজ্জ্বল রঙিন আলোকচ্ছটা। সঙ্গে সঙ্গে সংগীতের তাল। স্ক্রিনে একের পর এক ভেসে উঠছে দেশের জাতীয় সব স্থাপনা। এ যেন এক খণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি।
শনিবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ অডিটরিয়ামে সপ্তক গৃহায়ন লিমিটেডের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে ছিল এমন বর্ণিল আলোর খেলা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির, আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম মশিউর রহমান, পরিচালক মো. জোবেদ আলী, পরিচালক রোখসানা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ছিল জমকালো সংগীত পরিবেশনা। এ পর্বে মঞ্চ মাতান দেশবরেণ্য শিল্পী কনকচাঁপা ও সুবীর নন্দী।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এএম/এইচএ/