প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১০টায় শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। এরপর তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল ঘুরে দেখবেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
পুলিশ সুপার বরকত উল্লাহ খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাল্লা উপজেলায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ স্থলের আশপাশে মোতায়েন রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সুনামগঞ্জে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরাঞ্চলের ফসল তলিয়ে গেছে।
এ বছরের ২৯ মার্চ সর্ব প্রথম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখড়াই রাজাপুর দক্ষিণ ইউনিয়নের শয়তান খালি হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকে হাওরে। আর এতে কাঁচা ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই