ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
নওগাঁয় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ব্রিজের ওপর ট্রাক্টরচাপায় রেজাউল (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে রেজাউল মোটরসাইকেলে করে নওগাঁ শহরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।