শনিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে রেজাউল মোটরসাইকেলে করে নওগাঁ শহরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই