দিনটি পালনে এরই মধ্যে দেশ-বিদেশের লাখো আশেকান জাকেরান সমবেত হয়েছেন।
খাজাবাবা ফরিদপুরী ২০০১ সালের ৩০ এপ্রিল দিবাগত রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ১ মে দেশ-বিদেশের লাখো ভক্তকে শোক সাগরে ভাসিয়ে ইহলোক গমন করেন।
পবিত্র বেছালত (ওফাত) দিবস - ১ মে স্মরণে বিশ্ব জাকের মঞ্জিলে ২০০২ সাল থেকে প্রতি বছর শোক বিধুঁর এই মহাসন্মিলন অনুষ্ঠিত হয়।
মূলত রোববার (৩০ এপ্রিল) মাগরিবের নামাজ আদায় শেষে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ফাতেহা শরীফ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এর আগে শনিবার বাদ ফযর মূল টাওয়ারে আল্লাহু আকবার লেখা সম্বলিত পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বিএস