ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রঙের আড়ালে জরাজীর্ণ গাজীপুর পাবলিক লাইব্রেরি

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
রঙের আড়ালে জরাজীর্ণ গাজীপুর পাবলিক লাইব্রেরি গাজীপুর পাবলিক লাইব্রেরি। ছবি: বাংলানিউজ

গাজীপুর: শতবর্ষী ভবনের বিভিন্ন স্থানে ফাটল। ফাউন্ডেশন নাই। রঙের আড়ালে তাই জরাজীর্ণ গাজীপুর জেলা সরকারি গণগ্রন্থাগার।

দু’তলা এ অবনের অবস্থান গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে শহীদ বরকত স্টেডিয়ামের বিপরীত পাশে ১২ শতাংশ জমির উপর।

লাইবেরিয়ান, পাঠক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় শত বছরের পুরাতন এক তলা ভবনে প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলা গণগ্রন্থাগার।

১৯৮৯ সালে ২৫ সেপ্টেম্বর এটিকে সরকারিকরণ করে ২০০৫ সালের দিকে ভবনটিকে দ্বিতীয় তলা করা হয়। এরপর ভবনের সিঁড়ি, দেয়াল ও ফ্লোরসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। কিছু কিছু স্থানে পলেস্তারা খসে যায়। কিন্তু নতুন পলেস্তারা দিয়ে মেরামত করা হয়েছে। রঙ দিয়ে লুকিয়ে রাখা হয়েছে খসে যাওয়া পলেস্তারা ও ফাটল।  গাজীপুর পাবলিক লাইব্রেরি।  ছবি: বাংলানিউজদুই তলা ভবনের নিচ তলায় পুস্তক পাঠ কক্ষ, শিশু কিশোর পাঠ কক্ষ, পত্রিকা পড়ার কক্ষ ও লাইব্রেরি সহকারীর অফিস কক্ষ এবং টয়লেট। দ্বিতীয় তলায় লাইব্রেরিয়ানের কার্যালয়, অফিস কক্ষ ও নারীদের জন্য পুস্তক পড়ার কক্ষ এবং সেলফ ভর্তি পুরাতন পুস্তক।

বিভিন্ন স্কুল কলেজ ও সাধারণ মানুষ আসছে বিভিন্ন প্রকার বই ও পত্রিকা পড়তে। সকাল ১০টায় খোলা হয় গ্রন্থাগারটির মূল ফটক। কিছু সময় পর থেকে আসতে শুরু করে পত্রিকা ও বিভিন্ন প্রকার বই পড়ার পাঠক। গ্রন্থাগারটি খোলার প্রায় পৌনে এক ঘণ্টা পর লাইব্রেরিয়ান তার কক্ষে এসে পৌছান।  গাজীপুর পাবলিক লাইব্রেরি।  ছবি: বাংলানিউজলাইব্রেরিয়ান বেগম রুবিনা মিরাজ বলেন, গাজীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারটি অনেক পুরাতন ভবন। প্রথমে এটি এক তলা ছিল। পরে সরকারি খরচে এটিকে দ্বিতীয় তলা করা হয়। ভেঙ্গে যাওয়ার ভয়ে ঝড়ের সময় আতঙ্কে গ্রন্থাগারের স্টাফরা ভবন থেকে বের হয়ে যান। গণগ্রন্থাগারটিতে কোন কলাম নেই। ফাউন্ডেশন ছাড়া ১০ ইঞ্চি ইটের গাঁথুনির উপর ছাদ ঢালাই করা।

** সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির সদস্য মাত্র ২৫২!

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।