ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা

শাল্লা (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের শাল্লায় হাওরাঞ্চল পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে কারও গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। অকাল ঢলে ভেসে যাওয়া হাওরের মানুষদের খোঁজখবর নিতে সকালে সেখানে গেছেন প্রধানমন্ত্রী।

তিনি হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তদেরদের মধ্যে ত্রাণও বিতরণ করেন।

সমাবেশে হাওরাঞ্চলবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে ভবিষ্যতে ভিজিএফ কার্ড বাড়ানো হবে। এখানে আবাসিক স্কুল নির্মাণ করা হবে আরও বেশি। প্রয়োজনীয় সার ও কৃষি সহায়তা বাড়ানো হবে। কৃষি ঋণ অর্ধেকে নামিয়ে আনা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআর/এইচএ/

আরও পড়ুন
** শাল্লা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।