রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। অকাল ঢলে ভেসে যাওয়া হাওরের মানুষদের খোঁজখবর নিতে সকালে সেখানে গেছেন প্রধানমন্ত্রী।
সমাবেশে হাওরাঞ্চলবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে ভবিষ্যতে ভিজিএফ কার্ড বাড়ানো হবে। এখানে আবাসিক স্কুল নির্মাণ করা হবে আরও বেশি। প্রয়োজনীয় সার ও কৃষি সহায়তা বাড়ানো হবে। কৃষি ঋণ অর্ধেকে নামিয়ে আনা হবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআর/এইচএ/
আরও পড়ুন
** শাল্লা পৌঁছেছেন প্রধানমন্ত্রী