ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কাজী আরিফের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শোক  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
কাজী আরিফের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শোক  

ঢাকা: বিশিষ্ট আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা, লেখক এবং প্রথিতযশা স্থপতি কাজী আরিফের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক জানিয়েছেন। 

শোক বার্তায় মন্ত্রী বলেন, স্থাপত্যশিল্প এবং আবৃত্তি চর্চার প্রসারে কাজী আরিফের অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১২টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আরিফের মৃত্যু হয়।

কাজী আরিফের জন্ম ১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুরের রাজবাড়ীতে। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। সেখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য এসব কিছুর হাতেখড়ি।  

তিনি ১৯৭১ সালে ‘১ নম্বর সেক্টর’ এর মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।